জামালপুর: জামালপুর সদর উপজেলার কিসমত শরীফপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার এসআই মো. মিলন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোরে কোনো এক সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। তার উচ্চতা পাঁচ ফুট ও গায়ের রঙ উজ্জল শ্যাম বর্ণের। তার পরনে সাদা কালো রঙের চেক কামিজ ও টিয়া রঙের সালোয়ার ছিল। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জেডএ