মেহেরপুর: বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিয়েছে ইয়াহিয়া খান (৩৫) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির প্রাণ।
নিহত ইয়াহিয়া কুষ্টিয়া জেলার মিরপর উপজেলার আমলা গ্রামের আলম হোসেনের ছেলে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি দিনদত্ব ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, ইয়াহিয়া রাতে মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসছিলেন। অপরদিকে পথে আমঝুপি দিনদত্ব ব্রিজের কাছে মেহেরপুর থেকে আসা বেপরোয়া গতির অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইয়াহিয়া ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসআই