বরিশাল: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সপ্তাহ উপলক্ষে বরিশালে মানববন্ধন, র্যালী ও সড়ক অবরোধ করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে বিভাগীয় প্রশাসন এবং ইউনিসেফের সহযোগিতায় এলায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, ফ্রেন্ডস ফর ফিউচারের বাংলাদেশ কো-অর্ডিনেটর ফারিয়া হোসেন অমি, সিভিল সোসাইটির মো. আনোয়ার, ইউনিসেফ বরিশাল প্রধান তৌফিক আহমেদ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী প্রমুখ।
বিভাগীয় কমিশনার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। ফলে হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। পাশাপাশি বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙনে অসহায় হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ।
এ সময় পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যের কোটায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা।
নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন শেষে অংশ নেওয়া ৩৫টি যুব সংগঠনের কর্মীরা র্যালী করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে ৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএস/জেডএ