মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বইছে ঝড়ো বাতাস।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয় বজ্রপাত। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বইছে হালকা ঝড়ো বাতাস। এর আগে দুপুর থেকেই প্রকৃতিতে বাতাসহীন ও গুমোটভাব বিরাজ করছিল।
এদিকে বজ্রপাতে কোথাও কারো মৃত্যুর বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
উপজেলার উৎরাইল এলাকার ইজিবাইকচালক মো. আতাউর ঢালী জানান, বৃষ্টি শুরু হওয়ার আগে হঠাৎ করেই বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর থেকে থেমে থেমে বজ্রপাত হচ্ছেই। বাজারঘাটে থাকা লোকজন নিরাপদে বাড়ি ফিরে গেছেন। অনেকে দোকান আটকে ভেতরে বসে আছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বর্তমানে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে। ওই সময়ের মধ্যে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বজ্রপাতের কারণে যাত্রীরা টার্মিনালে আশ্রয় নিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এসআই