ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কৃষককে তুলে নিয়ে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
কৃষককে তুলে নিয়ে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা  চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন

ময়মনসিংহ: এক কৃষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ৫ নম্বর গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনকে (৫৫) আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছেন।

 

নির্যাতিত কৃষকের নাম মো. দুলাল মিয়া (৫৫)। তিনি স্থানীয় উপজেলা সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খবরের সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।

তিনি জানান, এ ঘটনায় সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে নির্যাতিত কৃষক বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় মুজাখালি গ্রামের দুলাল মিয়ার ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার। এতে কৃষক দুলাল বাঁধা দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।  

এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান কৃষক দুলাল মিয়াকে নিজ গাড়িতে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এ সময় চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা তাকে রশি দিয়ে বেঁধে মারধর করে। পরে পরিবারের লোকজন কৃষক দুলালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় বালিচান্দা গ্রামের রাস্তা সংস্কারের কাজ করতে গেলে বাঁধা দেয় দুলাল। একপর্যায়ে সে আমার গায়ে হাত তোলে। এ সময় গ্রাম পুলিশের সদস্যরা তাকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে ভয় দেখানোর জন্য লাঠি দিয়ে কয়েকটা আঘাত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।