রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই যুবকের কাছ থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজনের পেট থেকে পাওয়া গেছে ৮০০ ইয়াবা এবং অপরজনের কাছ থেকে পাওয়া গেছে ৪৫০ পিস ইয়াবা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
আটকরা হলেন- জেলার কালুখালী উপজেলার সোনপুর গ্রামের হারুন মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল ও খালেক শেখের ছেলে আলহাজ শেখ।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিবি পুলিশ জানতে পারে কক্সবাজার থেকে দুই মাদকবিক্রেতা ঢাকায় ইয়াবা পাচারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এ খবরের সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর আটক আলহাজের কাছ থেকে পাওয়া যায় ৪৫০ পিস ইয়াবা। একপর্যায়ে পলাশ তার পেটের মধ্যে ইয়াবা বহন করছে বলে স্বীকার করলে স্থানীয় একটি ক্লিনিকে এক্সে করে এর সত্যতা পাওয়া যায়। পরে বিশেষ ব্যবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ