ঢাকা: উচ্চ আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিবন্ধনহীন অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়ায় নিবন্ধিত প্রথম সারির কিছু পোর্টালও সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে সেগুলো চালু হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করতে গিয়ে নিবন্ধিত কিছু পোর্টাল সাময়িক সমস্যায় পড়েছিল। দ্রুত পদক্ষেপে সেগুলো চালু হয়েছে।
বাংলানিউজ, বিডিনিউজ, বাসস ছাড়াও বেশ কিছু শীর্ষ অনলাইন পোর্টাল সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ ব্রডব্যান্ড পাঠক বিকেল থেকে সাইটে ঢুকতে পারছিলেন না। তবে মোবাইল থেকে ঢোকা যাচ্ছিল।
গত বছর তথ্য মন্ত্রণালয় থেকে অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধন শুরু করা হয়। কিন্তু অনেক অনিবন্ধিত পোর্টাল থেকে নানারকম মিথ্যা, উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে সেগুলো বন্ধ করার উদ্যোগ নেয় সরকার।
এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, হয়তো ভুলবশত কিছু পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল।
সূত্র জানায়, অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলো বন্ধ করতে গিয়ে বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুলে বন্ধ হয়ে যায় নিবন্ধিত ও জনপ্রিয় এসব সংবাদমাধ্যম।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জনপ্রিয় এসব নিউজ সাইট বন্ধ হয়ে যাওয়ায় সেগুলোর অগণিত পাঠক ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিটিআরসিকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
বিটিআরসিতে যোগাযোগ করা হলে তারা জানায়, বিষয়টি দ্রুত সমাধান করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমআইএইচ/এমজেএফ