ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
রাজশাহীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা মোহনপুর ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক। তার বাড়ি উপজেলার বড়গাছি এলাকায়।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির বাংলানিউজকে জানান, শিক্ষক মাসুদ রানা তার মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপরে ছিটকে পড়েন তিনি। পরে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার কৌশলে পালিয়ে যান।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। তবে ওই ট্রাকের চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি সিরাজুম মনির।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।