কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাও এলাকায় স্ত্রী সীমা (২৪) হত্যা মামলার আসামি স্বামী সোহেল ভূঁইয়া (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেলের নেতৃত্বে পুলিশের একটি দল সোহেলকে গ্রেফতার করে।
টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার শিয়ালকোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহেল (২৫ ) টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার রামাইল এর সাইফুল ইসলামের ছেলে। সে স্ত্রী সীমসহ দু শিশু সন্তান নিয়ে কেরানীগঞ্জের করেরগাও মানিক সওদাগরের বাড়িতে থাকতো।
এর আগে ২৬ জুলাই দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ভাড়া বাসার পিছনের ডোবার মধ্যে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে জানালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় জানতে পারে পুলিশ।
সীমা চাঁপাইনবাবগঞ্জ সদরের কমলা কান্তপুর শিকারী পাড়ার ছুটু মিয়ার মেয়ে।
পরে নিহতের মা লিপি আক্তার (৪০) বাদী হয়ে মেয়ের স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই আসামীকে আটক করেতে সক্ষম হয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, সীমার সঙ্গে তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ ছিল। তারই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাতে দুই জনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করে। পরে সীমার মরদেহ বাড়ির পূর্ব পাশে ডোবায় লুকিয়ে রাখে সোহেল।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এনএইচআর