ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাগর মোহনায় ট্রলার ডুবি, তিন জেলে নিখোঁজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
সাগর মোহনায় ট্রলার ডুবি, তিন জেলে নিখোঁজ ফাইল ফটো

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আশার চর সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ মাছ ধরা একটি ট্রলার ডুবে গেছে। এতে তিন জেলে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার এফবি আল্লাহর দানের মালিক আব্দুর রাজ্জাক।  

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপজেলার চরলাঠিমারা গ্রামের আব্দুর রাজ্জাক এর মালিকানাধীন আল্লাহর দান ট্রলারে ১১ জন জেলে মাছ ধরছিল। এ সময় দুপুর দুইটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়‌ কিছুক্ষণ পর ৮ জেলে উদ্ধার হলেও তিন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে। নিখোঁজদের নাম এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।