বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাংগু নদীর সংযোগস্থল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রোয়াংছড়ি ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন তারাছা খালের মুখে ভাসমান মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এনএসআর