ঢাকা: রাজধানীর শনির আখড়ায় তরিকুল ইসলাম (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরিকুল খুলনার দৌলতপুর উপজেলার দেওয়ানা দক্ষিণ পাড়া এলাকার প্রাইভেটকার চালক সোহেল আকন্দের ছেলে। পরিবারের সঙ্গে শনির আখড়ার কাজিরগাঁ এলাকায় থাকতো সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত তরিকুলের মা স্বপ্না বেগম বাংলানিউজকে জানান, তরিকুল আগে স্কুলে পড়তো। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় কাজ নেয়। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। তবুও সারাদিন বাসার বাইরে থাকতো। ঠিকমতো খাবার খেতো না। এসব কারণে সন্ধ্যায় মা স্বপ্না বেগম তাকে বকাঝকা করেন। একটু পর তিনি বাজার করতে বাসার বাইরে গেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তরিকুল।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এজেডএস/এনএসআর