বাগেরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও কাঁঠালবাড়ী যুব সংঘের আয়োজনে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। নৗকাবাইচ দেখতে চিত্রা নদীর দুই কূল জুড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে দেখা যায়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় ভাই ভাই নৌকাবাইচ দল প্রথম স্থান ও রুদ্রগাতীযুব সংঘ দ্বিতীয় স্থান অধিকার করেছে।
প্রতিযোগিতা শেষে চিত্রা নদীর পাড়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, আমিনুর রশিদ মুক্তিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রতিযোগিরা।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ