গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় কাভার্ডভ্যান চাপায় সুফিয়া আক্তার (১৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বানিয়ারচালা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ছুটির পর কারখানা থেকে বের হওয়ার পর কারখানার সামনে একটি কাভার্ডভ্যান চাপা পড়েন সুফিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বর্ষা (১৭) নামে এক কিশোরী আহত হয়েছে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএস/এসআরএস