ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণের জন্য, দেখভাল করার জন্য তিনি অনেক কিছু করেছেন।

তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদান দিয়েছেন। সাংবাদিকদের যাতে কোনো কারণে কোনো অসুবিধা না হয়, সেজন্য প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনা হল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) অনলাইন মাধ্যম জুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জাফর ওয়াজেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পর, তাকে বাঁচিয়ে রাখা যাবে কিনা? সে বিষয়ে শঙ্কিত ছিলাম। সে সময় দেশের কোনো বুদ্ধিজীবীকে পাশে পাননি শেখ হাসিনা। সবাই বলতেন, শেখ হাসিনা কি করবেন? তিনি কি রাজনীতি বুঝেন? তিনি তো রাজনীতি বুঝেন না। অথচ তারা ভাবতেন না, শেখ হাসিনার জন্ম একটি রাজনৈতিক পরিবারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসার পর সবাই বললেন, ড. কামাল হোসেন শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু ড. কামাল কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। দেশে এসে শেখ হাসিনা অন্যদের যেভাবে সন্মান দিয়েছেন, তেমন সন্মান তিনি পাননি।

জাফর ওয়াজেদ আরও বলেন, পাকিস্তান এখনও বাংলাদেশের ভালো চায় না। তারা চায় বাংলাদেশ ধ্বংস হোক। বাংলাদেশের এত উন্নয়ন পাকিস্তান সহ্য করতে পারে না। তাই বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তান নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।