খুলনা: কোনো ধরনের ঘুষ-তদবির ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে খুলনায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বুধবার (২৯ সেপ্টেম্বর) খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে এ কথা বলেন।
খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একান্ত আলাপচারিতায় এসপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ৬৪ জেলায় তিন হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ বছর কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করা হয়েছে। নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগের জন্য সাতটি ধাপ অনুসরণ করে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার পরিকল্পনার নানা দিক তুলে ধরে পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, ইতোমধ্যে অনলাইনে কনস্টেবল পদে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ২৫, ২৬ ও ২৭ অক্টোবর খুলনা জেলার জন্য পুলিশ লাইন শিরোমনিতে মাঠপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ে ৭টি ধাপের মধ্যে বিভিন্ন ইভেন্টে যারা কৃতকার্য হবে শারীরিকভাবে সার্থবান হিসেবে গণ্য হবে পরবর্তীতে ২৮ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় নিবে। এভাবে পরবর্তী ধাপগুলো অতিবাহিত হবে। এই নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ দুর্নীতি মুক্ত, কলুস মুক্ত ও তদবির মুক্ত রাখাতে আমাদের আইজিপি মহোদয় ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন। সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে আমরা যোগ্য লোক বাছাই করতে পারি এ জন্য এ পদ্ধতি।
খুলনাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ক্রমে দালাল ও প্রতারকের খপ্পরে পরবেন না। আর্থিক বা অন্য কোনো সুবিধা দিয়ে কেউ কাউকে প্রভাবিত করবেন না। কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের যোগ্যতা অনুযায়ী প্রার্থী আসবে এটাই আমাদের প্রত্যাশা।
এসপি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল কিংবা প্রতারকচক্র যাতে সুবিধা করতে না পারে সেজন্য জেলা পুলিশ বিষয়টি কঠোরভাবে নজর রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‘চাকরি নয় সেবা’ এই মর্মে আমরা যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশে স্বাগত জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এমআরএম/কেএআর