সিরাজগঞ্জ: হত্যা মামলায় সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে কাউন্সিলর ফাহিমকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে ফাহিম মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি হত্যাসহ পুলিশের কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনে ৬টি মামলা রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
আরএ