পটুয়াখালী: পটুয়াখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তানিম হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেল যোগে তানিম ও তার সহযোগী কুয়াকাটা থেকে পটুয়াখালী আসছিল। ঘটনাস্থলে কাভার্ডভ্যানটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায় এবং ওই সময়’ই তানিমের মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার এসআই সুভাষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশের জিম্মায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯,২০২১
জেডএ