ফেনী: ফেনী জেলা কারাগারে মফিজুর রহমান (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম।
মফিজুর রহমান জেলার সোনাগাজী উপজেলার চরখোঁয়াজ এলাকার আমিনুল হকের ছেলে। তিনি অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
জেল সুপার আনোয়ারুল করিম বলেন, মৃত্যুবরণ করা মফিজুর রহমান অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আগের থেকে তার হার্ট সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। বুধবার ভোরে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ইকবাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসএইচডি/এনএইচআর