ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
ফেনীতে ট্রাকচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় ট্রাকচাপায় সাইদ তৌফিকুল ইসলাম রায়হান ( ২১ ) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে কাজিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রায়হান বাড়ী থেকে ফেনীর দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

রায়হান ফুলগাজী উপজেলার দরবারপুর গ্রামের নুরুল আফছারের ছেলে ও ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালককে এখনো আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।