ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মহামারি থেকে বাঁচতে বৃক্ষরোপণ জরুরি: বাদশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
মহামারি থেকে বাঁচতে বৃক্ষরোপণ জরুরি: বাদশা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন বাদশা

রাজশাহী: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, কেবল অর্থনীতিতে নয়, আবহাওয়া এবং জলবায়ুসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক যে কোনো মহামারি থেকে দেশকে বাঁচাতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত নির্দেশনা মোতাবেক স্কুলটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এমপি বাদশা বলেন, ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশের স্বার্থে একটি দেশের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সেখানে বাংলাদেশের বনভূমির পরিমাণ ১৭ শতাংশ। গ্রাম বা শহরাঞ্চলে প্রতিনিয়তই নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনা ঘটছে। যার প্রভাব পড়ছে আবহাওয়ার ওপর। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, রাজশাহী বিসিএসআইআর-এর পরিচালক ড. বরুণ কান্তি সাহা, প্রশাসনিক কর্মকর্তা নেপাল চন্দ্র দে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গির আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।