ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ থেকে আমিরাতে ফ্লাইট চালুর অনুমতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
বাংলাদেশ থেকে আমিরাতে ফ্লাইট চালুর অনুমতি

ঢাকা: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর অনুমতি মিলেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই অনুমতি দিয়েছে আমিরাত সরকার।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের কাছে বুধবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লা আলী আলহামুদি।

চিঠিতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্রমণের ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করতে হবে। বুধবার থেকেই ফ্লাইট চালুর জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯ ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ