কক্সবাজার: কক্সবাজারে ছাত্র ইউনিয়নের সন্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদে জেলা সংসদের সহ-সভাপতি আজিজ রিপনকে চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক তনয় দাশ সবুজকে সদস্য সচিব করে ১০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সবর্সম্মতিক্রমে এ পরিষদ গঠন করা হয়।
ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ সভাপতি অন্তিক চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উত্তম মারমা’র সঞ্চালনায় জেলা সংসদের সভায় কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা সংসদের সহ-সভাপতি আজিজ রিপন, জয় বড়ুয়া, সহকারী সাধারণ সম্পাদক শুভজিৎ রুদ্র, সাংগঠনিক সম্পাদক তনয় দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসবি/এসি/টিসি