গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন মোগরখাল এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৩৯) ও মো. হৃদয় (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নূর মোহাম্মদ কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব রঙ্গীখালী এলাকার কবির আহমদের ছেলে এবং হৃদয় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকার মৃত বাশার মিয়ার ছেলে।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন মোগরখাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা, একটি এনআইডি কার্ড এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
আরএস/জেডএ