নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে রুপালী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার থাইপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
রুপালী ওই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী।
আত্রাই রেলওয়ে স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে রেললাইন পার হচ্ছিল রুপালী। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে সান্তাহার জি আর পি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯,২০২১
জেডএ