নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মদনপুরে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ অন্তর (২৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর সদস্যরা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন চম্পকনগর সাতরা এলাকার মো. নাজির হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে করে র্যাব-১১। এ সময় ৮৫ বোতল ফেন্সিডিলসহ অন্তরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কমান্ডার মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, আসামি দীর্ঘদিন ধরে ভ্রমণের আড়ালে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এক জেলা থেকে অন্য জেলায় মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
জেডএ