ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘ধাক্কা দিয়েছি, চড়-থাপ্পড় দেইনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
‘ধাক্কা দিয়েছি, চড়-থাপ্পড় দেইনি’ সংবাদ সম্মেলনে শওকত হাচানুর রহমান রিমন

বরগুনা: বরগুনার পাথরঘাটায় সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী নজরুল ইসলামকে প্রকাশ্যে গালাগালি ও চড় থাপ্পড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে হাচানুর রহমান তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

তিনি বলেন, ২২ সেপ্টেম্বর বিকেলে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে আমি মোটরসাইকেলে রওনা দেই। পথে নজরুল একটি মাইক্রোবাস নিয়ে আমার সামনে উদ্দেশ্যমূলকভাবে চালাচ্ছিলেন। বহরে থাকা ছাত্রলীগ নেতারা সাইড না দেওয়ার কারণ জানতে চাইলে নজরুল ইসলাম আমার সম্পর্কে বাজে মন্তব্য করেন, যা আমি বলতে চাই না। আমি সভাস্থলে পৌঁছালে নজরুল ইসলাম নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে আসেন। এসময় আমি নজরুলকে ধাক্কা দিয়ে বলি ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি তাকে চড়-থাপ্পড় দেইনি। রাজনৈতিক এবং দলীয় প্রতিপক্ষরা অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে।

তবে দলীয় প্রতিপক্ষ কারা তা তিনি বলেননি। ইতোপূর্বে তার বিরুদ্ধে মিডিয়ায় আসা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন করার জন্য দাঁড়ালে তিনি হঠাৎ করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে দ্রুত চলে যান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. মোতালেব মৃধা, আব্বাস হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক, গোলাম সরোযার টুকু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।