ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় প্রাইভেটকার চাপায় ব্রিটিশ টোবাকোর পরিছন্নকর্মী নাজমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটায় আহত হয়েছেন আরও এক নারী।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলের দিকে ব্রিটিশ টোবাকো থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে নাজমা বেগম মারা যান, আহত হন নাসরিন নামে আরো এক নারী। আহত নারীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাইভেটকারের চালককে আটক করা না গেলেও গাড়িটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।