ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকার ‘প্রাণ’ রক্ষার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
ঢাকার ‘প্রাণ’ রক্ষার দাবি

ঢাকা:  প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর অবৈধ দখলমুক্ত করে রক্ষার দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাট লালকুঠিঘাট এলাকায়  বিশ্ব নদী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কমরেড রমেশ দাস,  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা কমরেড আবুল হোসাইন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগগের সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর অন্যতম নেতা কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড শিউলী শিকদার, কমরেড বিপাশা চক্রবর্তী, কমরেড রনজিৎ কুমার দাস ও কমরেড পিউ দাস।  

মানববন্ধন থেকে ঢাকার প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়।

জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নদী রক্ষার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঢাকার প্রাণ এই নদীগুলোকে সতেজ ও সচল রাখার জন্য অবৈধ দখল উচ্ছেদ, খনন ও দূষণ মুক্তির কোনো বিকল্প নেই।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১ 
আরকেআর/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।