ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিবিআইএফ চেয়ারম্যানের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিবিআইএফ চেয়ারম্যানের শুভেচ্ছা

ঢাকা: বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপের (সিবিআইএফ) চেয়ারম্যান অ্যাডভোকেট শুভাশীষ সমদ্দার নিজ বাসভবনে সিবিআইএফ-এর পক্ষ থেকে কেক কেটে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভাশীষ সমদ্দার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক গণতন্ত্রকে আরো সুদৃঢ় করবে এবং এপার বাংলা-ওপার বাংলার জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে।

সিবিআইএফ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরো গতিশীল ভূমিকা রাখবে।

সারাদেশে সংগঠনটির শাখা গঠনের মাধ্যমে জেলা-উপজেলা পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে বলেও তিনি জানান।

শুভাশীষ সমদ্দার আরও বলেন, পরবর্তীতে পর্যায়ক্রমে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও অন্যান্য রাজনৈতিক নেতাদের জন্মদিন পালন করা হবে।

তিনি আরও জানান, দু’দেশের মানুষের হৃদয়ে পারস্পরিক সৌহার্দ্যবোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে এ সংগঠন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।