ফেনী: মিরসরাইয়ে সাপের কামড়ে ধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুল হকের (৫০) মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের মধ্যম নাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আজিজুল ৫নং ওয়ার্ডের লালের বাপের বাড়ির মৃত রবিউল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আজিজুল বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপতালে নিয়ে যান। সেখানে প্রতিষেধক না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে পথে তার মৃত্যু হয়।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মো. মোর্শেদ ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসএইচডি /জেডএ