গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনার গণটিকার রেজিস্ট্রেশন ফরম স্ক্যান করে জালিয়াতির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার জুয়েল মিয়া (২৫) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জুয়েলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত জুয়েল উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার অপারেটর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলায় গণটিকা কার্যক্রম চলছিল। অনেকে রেজিস্ট্রেশন করার পরও ম্যাসেজ পাননি বলে টিকা নিতে পারছিলেন না। এদিকে স্থানীয় রামগঞ্জ বাজারের কম্পিউটার ব্যবসায়ী জুয়েল মিয়া একজনের রেজিস্ট্রেশন কার্ড স্ক্যান করে অন্যের নাম বসিয়ে দিয়ে টিকা কেন্দ্রে পাঠিয়ে দেন। বিষয়টি টিকা কেন্দ্রের দায়িত্বরত স্বাস্থ্য সহকারীরা বুঝতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফকে জানান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অনিক কুমার মণ্ডল বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২২(২) ধারা মোতাবেক থানায় মামলা করেন।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ জানান, সরকারি কার্যক্রমে জালিয়াতি করে তিনি বড় ধরনের অপরাধ করেছেন। সে কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসআই