ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মুহিবুল্লাহকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিষয়টি নিশ্চিত করেছে।

এপিবিএন জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন মুহিবউল্লাহ। পরে দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটসের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

জানা যায়, এশার নামাজের পর নিজ কার্যালয়ে অবস্থানকালে দুর্বৃত্তরা মুহিবউল্লাহকে লক্ষ্য করে পাঁচ ৫ রাউন্ড গুলি ছোড়েন। এ সময় তিন রাউন্ড গুলি মুহিবউল্লাহর বুকে লাগে।
 
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।