ঢাকা: মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারের অপরাধে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মিলন হোসেনকে ৪৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েব সাইটে জানানো হয়, আন্তর্জাতিক মানবপাচারে জড়িত থাকার জন্য বাংলাদেশি নাগরিক মিলন হোসেনকে ৪৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারের ভূমিকা রাখার জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের নথিপত্র অনুযায়ী, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৯ সালের জুনের মধ্যে মেক্সিকোর তাপাচুলায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মিলন হোসেন বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকো থেকে মানবপাচারকারীদের সহায়তা করতেন। তাদের অর্থের বিনিময়ে মার্কিন সীমান্তপাড়ে জড়িত ছিলেন তিনি। এসব অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
টিআর/আরআইএস