ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় এপিবিএন সদস্য নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় এপিবিএন  সদস্য নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফরহাদ (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায়  ইউসুফ (২২) নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ (কং-৭৫৪৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে। তিনি আশুলিয়ার ইপিজেড ৭ এপিবিএন ক্যাম্প এ কর্মরত ছিলেন। আহত ইউসুফ বগুড়া জেলার গাবতলী থানার হাট খোলাপাড়ার মো. মোখলেছের ছেলে।

পুলিশ জানায়, রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে আব্দুল্লাহপুর থেকে ইপিজেড পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেন ফরহাদ ও ইউসুফ। জামগড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফরহাদ। পরে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে স্থানীয় একটি  হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এছাড়া নিহত ফরহাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।