ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যাগ ভর্তি মানুষের হাড়সহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
ব্যাগ ভর্তি মানুষের হাড়সহ যুবক গ্রেফতার

ঢাকা: রাজধানীর কালশী কবরস্থান এলাকা থেকে বাজারের ব্যাগ ভর্তি মানুষের খুলি, হাত ও কোমরের হাড়সহ মো. হান্নান মিঞা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজাদ বাদী হয়ে হান্নানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।  

মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুরে পল্লবীর বাউনিয়াবাঁধ মহিলা মাদ্রাসার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালশী কবরস্থানের দেয়ালের ভেতরের পূর্ব পাশের পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি করে দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করি। এ সময় ওই যুবকের হাতে থাকা প্লাস্টিকের একটি সাদা ব্যাগে তিনটি মানুষের খুলি, আটটি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ছয়টি কোমরের হাড় পাওয়া গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে বলেন, কঙ্কাল চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি যাদের কাছে কঙ্কাল বিক্রি করতেন তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।
 
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।