ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্মার্টফোন না দেওয়ায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
স্মার্টফোন না দেওয়ায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় ছুরিকাঘাতে রিপন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ইসমাইল নামে অপর এক কিশোরসহ বেশ কয়েকজন রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পাশে পূর্ব রসুলপুরের ৫ নম্বর গলিতে পরিবারের সঙ্গে থাকতো এবং গাউছিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানে চাকরি করতো। তার বাবার নাম আলম শরিফ।

রিপনের বন্ধু ইসমাইল ও হৃদয় জানায়, রিপনসহ তারা কয়েকজন পূর্ব রসুলপুরের পাঁচ নম্বর গলির ভেতরে দাঁড়িয়ে ছিল। এ সময় শাওনসহ কয়েকজন এসে রিপনের স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রিপনকে শাওন এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। পরে রিপনকে হাসপাতালে নেওয়া হলে মারা তার মৃত্যু হয়। তবে রিপনের সঙ্গে শাওনের পূর্বশত্রুতা ছিল কিনা এ বিষয়ে তারা কিছুই বলতে পারেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত রিপনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ  মর্গে রাখা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, একটি হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।