ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে গেলেন দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম খানকে দেখতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস চিকিৎসাধীন নজরুল ইসলাম খানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁর পাশে কিছুক্ষণ অবস্থান করেন।
এর আগে মঙ্গলবার দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন,
গত বধুবার অসুস্থতা বোধ করলে নজরুল ইসলাম খানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগের চেয়ে সুস্থ আছেন।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএইচ/কেএআর