ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

জামালগঞ্জে নৌকায় চাঁদাবাজি, আটক ১০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
জামালগঞ্জে নৌকায় চাঁদাবাজি, আটক ১০  আটক আসামিরা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বালি ও পাথরের নৌকায় চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সুরমা নদীতে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২) ও মানিক মিয়া (৬৩)।

আটকের সময় তাদের কাছ থেকে ৮টি লোহার রড, ১টি ছুরি, ৯টি মোবাইলফোন ও  নগদ টাকা উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের কমান্ডার সিঞ্চন আহমেদ বাংলানিউজকে জানান, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের ১০ সদস্যকে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে সময়: ১৪০৮ ঘণ্টা,  সেপ্টেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।