ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
গ্রেফতাররা হলেন—নজরুল ইসলাম, মো. লিখন, সাইফুল ইসলাম ওরফে সজিব ও নূর আলম সিদ্দিক।
বুধবার (২৯ সেপ্টেম্বর) উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টরের আলাওল অ্যাভিনিউ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু জানান, উত্তরার ৬ নং সেক্টরে মাদক বিক্রেতারা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি বদরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
পিএম/এমজেএফ