ঢাকা: গত ৬ সেপ্টেম্বর ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়ায় ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা তদন্তে একটি আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একে একে সে দলের মূলহোতাসহ মাস্টারসহ ১৫ জনকে গ্রেফতার করে সিআইডি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
এর আগে, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হাজারিবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান সোহরাব হাওলাদারকে (৪৮) গ্রেফতার করা হয়।
ডিআইজি ইমাম হোসেন জানান, সোহরাব ডাকাত দলটির নেতৃত্বে ছিলেন। যিনি দলের অন্যদের কাছে মাস্টার হিসেবে পরিচিত। তার পরিকল্পনা ও নেতৃত্বেই এসব ডাকাতি সংগঠিত হতো। ডাকাত দলটির কাছ থেকে একটি স্পিডবোটও উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। এটি ব্যবহার করে ডাকাতি শেষে নৌপথে দ্রুত পালিয়ে যেতো তারা।
তিনি বলেন, আশুলিয়ার ১৯ টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে অন্তত ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও স্বর্ণ গলিয়ে তৈরি করা পাত উদ্ধার করা হয়। পুরান ঢাকার তাঁতী বাজার এলাকার একটি চক্র এসব স্বর্ণালঙ্কার সংগ্রহ করে পাত বানিয়ে বিক্রি করে।
সিআইডির এ কর্মকর্তা বলেন, আশুলিয়ার ঘটনা তদন্তে গত ফেব্রুয়ারিতে রাজধানীর রাপা প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতির রহস্যও উন্মোচিত হয়। এ ডাকাত দলটির একটি গ্রুপই রাপা প্লাজায় ডাকাতি করেছিল।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
পিএম/জেডএ