ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজির কাতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজির কাতল পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজির কাতল

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে মনির হালদার নামে এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

পরে জেলে মনির হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল -সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে সম্রাট শাহজাহান  ঢাকায় যোগাযোগ করে কেজি প্রতি ২ হাজার টাকা দরে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান জানান, বর্তমানে পদ্মায় তেমন ইলিশের পাওয়া না গেলেও বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।