ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় ফজুরুন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজুরুন বেগম ঘোনাপাড়ার পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ শেখের স্ত্রী।

গোপালগঞ্জের ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক বাংলানিউজকে জানান, সকালে বাড়ির সামনে সড়কের পাশে পাটখড়ি শুকাচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।