ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিরআখড়া ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে শনিরআখড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি কালো রঙের প্রাইভেটকার তল্লাশি করে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে প্রাইভেটকার চালক শফিকুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
পিএম/এসআইএস