ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে আসামি ও বাদীর বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
কাশিমপুর কারাগারে আসামি ও বাদীর বিয়ে

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সঙ্গে মামলার বাদীর (নারীর) বিয়ে অনুষ্ঠিত হয়েছে।  

হাইকোর্টের আদেশে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কারাগারের ভেতর এ বিয়ে সম্পন্ন হয়েছে।

 

হাজতি ওই বরের নাম- কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলার বাদী নারীর (৩৫) সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।  

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, কারাগারে বন্দি হাজতি কেএম আক্কাসের সঙ্গে ওই মামলা বাদী নারীর সঙ্গে কারাগারে অফিস কক্ষে বিয়ে সম্পন্ন হয়েছে। হাইকোর্ট ডিভিশনের স্মারক নং-৩৮২৯১ তারিখ ১৯৯২১ মূলে এ বিয়ে সম্পন্ন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে পল্টন থানায়  ৮(৩)২০২১ নং মামলায় আটক রয়েছে কেএম আক্কাস। এ কারাগারে তার হাজতি নং- ৪৮৬২১। তিনি চলতি বছরের প্রথম থেকে এ কারাগারে বন্দি রয়েছেন।  

কারাগারে উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে মামলার আসামি ও বাদীর বিয়ে সম্পাদিত হয়েছে।  


বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
আরএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।