ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ফাইল ছবি

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে মোহাম্মদ আকরাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার এনায়েত ভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আকরাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন শুটকি বিক্রেতা।

জানা গেছে, আকরাম ফেনীর হাজারী রোডে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে মহিপাল থেকে অটোরিকশায় বসুরহাট যাচ্ছিলেন। পথে এনায়েত ভূঞা এলাকায় এলে অটোরিকশাটিকে সামনে থেকে আসা যাত্রীবাহী ড্রিমল্যান্ড বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে আকরাম নিহত হন। স্থানীয়রা অটোরিকশা চালক মো. মেহেরাজকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে এসে বাড়ি ফিরে।  

দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।