জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ বনী আমিন ফকিরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল চারটায় র্যাব-৪ এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই র্যাব কর্মকর্তা বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে তার পরিবারকে ডাকা হয়। আজ তার বাবা ও ফুপা আমাদের কাছে এসেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বনী আমিনের বাবা আবদুল জলিল বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে বনীকে আমার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। বনী এখন আমার সঙ্গেই রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে র্যাব পরিচয়ে বনী আমিনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বনী আমিনকে হেফাজতে নেওয়ার বিষয়টি জানান কমান্ডিং অফিসার মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএমজেড