ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুহিবুল্লাহ হত্যার নিন্দা জাতিসংঘের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
মুহিবুল্লাহ হত্যার নিন্দা জাতিসংঘের

ঢাকা: আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহকে হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী নেতা মুহিবুল্লাহর মর্মান্তিক হত্যাকাণ্ডে ইউএনএইচসিআর গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই। আমরা মুহিবুল্লাহর পরিবার এবং রোহিঙ্গা শরণার্থী সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা অবিলম্বে এ ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই।

এদিকে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচেয়ের দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০ ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।