ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নিজ বাড়ি থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
নিজ বাড়ি থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): অমিতোষ হালদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাড়ির একটি গাছ থেকে অমিতোষ হালদারের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাটিকেলবাড়ি ইউনিয়নে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ওই ছাত্র গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর অনেকটা নিশ্চুপ ছিলেন।

তিনি বলেন, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতের বেলায় বাবা-মাকে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অমিতোষ। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে  অমিতোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহপাঠী ও বিভাগের শিক্ষকরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাফসান জানি খান বলেন, অমিতোষ আমাদের দুই বছরের সিনিয়র ছিলেন। বিভিন্ন সমস্যায় দুই বছর গ্যাপ দিয়েছেন। সিনিয়র হওয়াতে আমরাও তেমন জোর করে সম্পর্ক করতে যেতাম না। উনিও দরকার ছাড়া আমাদের সঙ্গে কথা বলতেন না। তিনি অসাধারণ মানুষ ছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই এমনটি করেছেন তিনি।

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবির বলেন, অমিতোষ ক্লাসে খুব চুপচাপ থাকতো। শিক্ষক হিসেবে তার এমন মৃত্যুর সংবাদ পাওয়াটা প্রচণ্ড কষ্টদায়ক। তার বন্ধু বা প্রতিবেশীরা কেউই কারণ বলতে পারছে না। তার ফেসবুক পোস্ট বা অন্য যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য চোখে পড়লে বোঝানোর চেষ্টা করতাম। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।