ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সজীব আহমেদ শাকিল দেলদুয়ার উপজেলার বরটিয়া গ্রামের মোস্তফার ছেলে।

টাঙ্গাইল পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে শাকিল মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিলো। তিনি করাতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সজীব ও অজ্ঞাত পথচারী নিহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।